নিজ আঙ্গিনা পরস্কিার করি ডেঙ্গুমুক্ত আবাস গড়ি এ ম্লোগানে বন্দর থানা প্রশাসনরে উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়ছেে। শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টায় বন্দর থানা চত্বর থকে র্যালীট বের হয়ে থানার আশ পাশরে সড়ক প্রদক্ষিনের পর থানা কম্পাউন্ডে এসে র্যালীট সমাপ্ত করা হয়। র্যালীতে উপস্থতি ছলিনে বন্দর থানার পুলশি পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সদ্দিকি, বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটোয়ারী, উপ-পরিদর্শক সামাদ, উপ-পরিদর্শক রোকনুজ্জামান ও এসআই রিপন প্রমুখ। র্যালী পূর্ব বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু বক্কর সদ্দিকি গণমাধ্যমকে জানান, ডঙ্গেু জ্বর প্রাদুর্ভাব রোধে আমাদরে সকলকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
ডেঙ্গু থেক মুক্তি পাওয়ার জন্য বন্দর থানা কমপ্লেক্সে প্রাঙ্গণে পরিস্কার পরিচ্ছন্নসহ মশা নিধনের জন্য ঔষধ ছিটানো হয়ছে।