দরবেশপুর গ্রামের বাছাড় বাড়ীতে ১১শরীফের বাড়ী খালার বাড়ীতে বেড়াতে এসে ফাতেমা আক্তার (৬) ও খালাতো বোন নাজিফা আক্তার (৭) নামের দুই বোনের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল সোমবার দুপুরে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের এলাকায় শোকের ছায়া নেমে আসে আপন দুই খালাতো বোনের মৃত্যুর ঘটনায়। নাজিফার মা আফিয়া আক্তার সুমী ও ফাতেমা আক্তারের মা আফরোজা আক্তার বার বার মুর্চ্ছা যাচ্ছেন।
রবিবার বাড়ীর লোকজন ও আত্মীয়স্বজনরা জানান, একই উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর বাংলাবাজার এলাকার মাদ্রাসা শিক্ষার্থী নাজিফা আক্তার (৭)। দরবেশপুর গ্রামের বাছাড় বাড়ীতে মায়ের সাথে বেড়াতে আসে
গতকাল সোমবার সাড়ে ১২ টা দুপুর বাড়ীর সবার অগোছরে খালাতো বোন ফাতেমা আক্তারসহ বাড়ীর পুকুরে খেলতে গিয়ে পড়ে যায় নাজিফা ও ফাতেমা নামের এ দুই বোন।
দুই খালাতো বোনের অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মিলেনি। কিছুক্ষণ পর নাজিফা আক্তার ও ফাতেমা আক্তারের ভাসমান দেহ বাড়ীর পুকুরে দেখতে পায় বাড়ীর লোকজন।
বাড়ীর লোকজন দুই বোনকে পুকুর থেকে উদ্ধার করে। এর পর দুই বোনকে মৃত ঘোষণা করেন কর্তৃব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
