আমি খান মাসুদ, পিতা মোঃ শামসুদ্দিন খান খান, সাং খানবাড়ি, বন্দর, নারায়ণগঞ্জ। আমি একজন ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। এই মর্মে আপনাকে জানাচ্ছি যে গত ১০ মে ২০২৩ ইং আপনার বহুল প্রচারিত দৈনিক সময়ের নারায়নগঞ্জের প্রথম পাতার প্রধান শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। যার শিরোনাম “ খান মাসুদের একাংশ সম্রাজ্য তছনছ, রাতের আধারে গায়েব অবৈধ বাজার ইজারাবিহীন ষ্ট্যান্ড”। গত ১১ মে ২০২৩ ইং প্রথম পাতার ৩ নং কলামে “দাপট দেখালো খান মাসুদ বাহিনী, জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে শীতলক্ষ্যা তীরের উচ্ছেদে বাধা” সংবাদ শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করা হয়েছে। যা মিথ্যা, ভিক্তিহীন উদ্দেশ্য প্রনোদিত। আমি এ সংবাদের তিব্র নিন্দ ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদ লিপিতে খান মাসুদ বলেন, উল্লিখিত সংবাদটিতে বলা হয়েছে খান মাসুদের একাংশ সম্রাজ্য তছনছ, যা আদৌ সত্য নয়। আমি কোন দেশের বাদশা বা রাজা নয় যে আমার সম্রাজ্য থাকবে। মুল কথা হচ্ছে বন্দর ঘাটদিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ লোক আসা যায় করে, নদী বন্দরের অবহেলিত জমিতে এলকার মানুষ ব্যবসা বানিজ্য করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। দেশের চলমান উন্নয়নে বা মহামান্য আদালতের নির্দেশনায় শিতলক্ষা নদীর দু’পার বাধাই ও সিমানা নির্ধরনের কাজ করছে কর্তৃপক্ষ। সেখানে উন্নয়নের স্বার্থে উচ্ছেদ করা হয়েছে। পরের সংবাদে বলা হয়েছে, “দাপট দেখালো খান মাসুদ বাহিনী, জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে শীতলক্ষ্যা তীরের উচ্ছেদে বাধা”। এ ঘটনার সময় আমি নারায়ণগঞ্জ ছিলাম না। শীতলক্ষ্যা নদীর পারে বাড়ির সীমানা নিয়ে বাড়িওয়ালাদের সাথে বিআইডব্লিউটি এর দ্বন্দ্ব তারাই তাদের দাবীতে জয়বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিতে পারেন, কারণ জয়বাংলা শ্লোগানে এদেশ স্বধীন হয়েছে। আজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন দেশের জাতীয় শ্লোগান। অসহায় মানুষের শ্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তারা এই শ্লোগেনেই তাদের দাবীর কথা বলতে পারেন এটা স্বাভাবিক।
খান মাসুদ আরও বলেন, গত ১৫ মে সোমবার ধারাবাহিক ভাবে সময় নারায়ণগঞ্জ সহ স্থানীয় পত্রিকায় চার দিনের ব্যবধানে দখল বন্দর ঘাট নিয়ন্ত্রণে খান মাসুদের সেকেন্ড ইন কামান্ড ডালিম হায়দার’ ‘শিরোনামে এই সংবাদ প্রকাশ করে। এসকল ঘটনার সঙ্গে আমি বা আমার রাজনীতির সহযোদ্ধা যুবলীগ নেতা ডালিম হায়দারেরও কোন সম্পর্ক নেই। এ সংবাদদাতা আমাকে কোন প্রকার জিজ্ঞাসা করেননি। যা আত্বপক্ষ সমর্থন বলে যে শর্তটি রয়েছে তা সংবাদদাতা পালন করেননি। আমি এক বাক্যে বলতে পারি সংবাদ দুটি সম্পুর্ণ মিথ্যা ভিক্তিহীন উদ্দেশ্য প্রনদিত। আমি এ সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।