সুখবর বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য । প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অনেকটা অভিমানের বশে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল আবার মাঠে ফিরছেন অনুরোধে।
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফী ও তামিম।
শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে মন গলেছে তামিমের। এসময় তার সঙ্গে ছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
গণভবন থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানিয়েছেন
গণভবন থেকে বেরিয়ে। তিনি জানান যে অবসর ভাঙছেন তামিম। তবে এখনই তিনি ফিরছেন না মাঠে। দেড় মাসের মানসিক বিশ্রামে থাকবেন তিনি। আগামী এশিয়া কাপ থেকে আবারো লাল সবুজ জার্সিতে মাঠ মাতাবেন দেশসেরা ওপেনার। ফলে আফগানিস্তানের বিপক্ষে পরবর্তী দুই ওয়ানডেতে নেতৃত্বের ভার থাকছে লিটন দাসের কাঁধে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অনেকটা অভিমানের বশে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল আবার মাঠে ফিরছেন