নারায়ণগঞ্জের ফতু্ল্লার সোহাগ হত্যা মামলার দীর্ঘদিন পলাতক আসামী আবুল হোসেন কালু(২৫)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
বুধবার (৭ জুন) নিজ এএলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
একই দিন রাত সোয়া ৯ টায় র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র‍্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ৭ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সোহাগ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আবুল হোসেন কালু (২৫), পিতা-মৃত বাবুল মিয়া, সাং-দাপা ইদ্রাকপুর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা ও ডিএমপি কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *