নারায়ণগঞ্জের ফতুল্লার হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক আসামী মোঃ সানজিদ হোসেন @ সানজিল (৩৬)’কে গ্রেফতারকরেছে র‍্যাব-১১।
শনিবার (২০ মে) ফতুল্লা মডেল থানাধীন হাজীগঞ্জ বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (২১ মে) বেলা আড়াইটায় র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার এ কে এম মনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র‍্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ২০ মে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন হাজীগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার দীর্ঘদিন পলাতক আসামী মোঃ সানজিদ হোসেন @ সানজিল (৩৬), পিতা- মৃত আলী হোসেন, সাং- নিউ হাজীগঞ্জ বাজার, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‍্যাব আরো জানায়, এজাহার পর্যালোচনায় দেখা যায় যে, গত ০৫/১০/২০২২ খ্রিঃ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন নিউ হাজীগঞ্জ, বাশমুলীর মোড় এলাকায় একটি নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে খুন করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিম মোঃ ইমন (২২) কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যাকান্ড ঘটায় এবং হত্যার রহস্য গোপন ও আলামত নষ্ট করার জন্য ভিকটিমের মৃত দেহ পরিত্যাক্ত বাড়ীর ভিতরে জমে থাকা পানিতে ফেলে রাখে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ ইব্রাহিম বাদী হয়ে গত ০৬/১০/২০২২ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৭ ( ১০ ) ২২। ঘটনাটি স্থানীয় জনসাধারণে মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার পর আসামী মোঃ সানজিদ হোসেন @ সানজিল আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *