বন্দরের মুছাপুরে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের মেম্বার মাহাবুবুর রহমান মাহাবুব।

বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আমবাগানে ৭ শতাধিক অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন,
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও মুছাপুর ইউনিয়ন পরিষদের পর পর ৩ বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন।

ঈদ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, তেল, দুধ, চিনি, সেমাই, প্রমুখ।

এ সময় বিশিষ্ট সমাজ সেবক হাজী আলী হোসেন, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, কবির হোসাইন, শামীম মিয়া, শাহজালাল মাষ্টার, অলিউল্লাহ্ মিয়া, সুলতান মিয়া, মনোয়ার হোসাইন, মাসুম হোসাইন, রমযান মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।