বন্দরে আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ এ.বি.এম. কদুতর এ খুদা সভাপতিত্বে মাসিক সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহসান উদ্দিন আহাম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সালাম, বন্দর প্রেসক্লাবের সভাপতি হাজী রোটারিয়ান মোবারক হোসেন কমল খান প্রমুখ।
আইন শঙ্খলা কমিটি মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ কবির হোসেন, বন্দর উপজেলা পরিষদের আনসার ভিডিপি কর্মকতার্, বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকতার্বৃন্দ।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে বন্দরে আইন শৃঙ্খলা রক্ষার্থে সকলকে সচেষ্ট থাকার আহবান জানানোসহ সিটি কপোর্রেশনের হল্ডিং ট্যাক্স কমানা, বন্দরে তিতাস গ্যাস অফিস স্থাপন ও খাল খনন, মাদকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *