নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ২৩নং ওয়ার্ড বন্দরের কদমরসূল পূর্বপাড়া এলাকায় পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল এবং সুন্নী মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) বাদ এশা সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করবেন আওলাদে রাসূল পীরে কামেল ইমামে আহলে সুন্নাত মুরশিদে বরহক রাহবারে শরীয়ত ও তরীকত, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও চেয়ারম্যান হযরতুল আল্লামা সাইয়্যেদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-কাদেরী।

এদিন প্রধান আকর্ষন হিসেবে বয়ান করবেন হযরত মাওলানা ক্বারী মিজানুর রহমান আজিজী। প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আলহাজ্ব মুফতী গাজী সিরাজুল ইসলাম কুদরতী আল-আবেদী।

আয়োজনে ইমামে রাব্বানী দরবার শরীফের আশেকান এবং মুরিদানবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *