বন্দরে দ্রুতগামী সিএনজি ধাক্কায় অটো রিক্সাযাত্রী উর্মি রানী ঘোষ (২৭) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী লোকনাথ চন্দ্র রায় বাদী হয়ে গত বুধবার (৫ জুলাই) রাতে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক পরিবহন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫(৭)২৩। এর আগে গত মঙ্গলবার (৪ জুলাই) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের নয়াগাও এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। সড়ক র্দূঘটনায় নিহত উর্মি রানী ঘোষ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকার অনিল কান্তি ঘোষের মেয়ে । নিহত উর্মি রানী ঘোষ বর্তমানে বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ বাজার এলাকার নুর আলমের বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার লোকনাথ চন্দ্র রায়ের স্ত্রী । প্রত্যেক্ষদৃশিরা জানায়, গৃহবধূ উর্মি রানী ঘোষ সন্ধ্যায় আড়াইহাজারস্থ তার পিতার বাড়ি থেকে অটোরিক্সা যোগে বন্দরে ভাড়াটিয়া বাসায় ফিরছিলেন। ওই সময় তার বহনকৃত অটোরিক্সাটি বন্দর উপজেলার নয়াগাও এলাকায় আসলে ওই সময় বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি অজ্ঞাত নামা সিএনজি পিছন দিক থেকে অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ওই সময় গৃহবধূ অটোরিক্সা থেকে ছিটকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক জানান, সড়ক র্দূঘটনায় গৃহবধূ নিহতের ঘটনায় অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। বন্দর থানার এসআই ফয়েজ মামলাটি তদন্ত করছে। ঘাতক সিএনজি চালককে সনাক্তসহ তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।