বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযানে সাঁজাপ্রাপ্ত ২ পলাতক আসামীসহ গ্রেপ্তার-৬
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাঁজাপ্রাপ্ত ২ পলাতক আসামী ও বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার (৪ এপ্রিল) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার ধামগড় এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে চেক ডিজনার মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী সেলিম ওরফে জাবেদ (৩৮) ও পুরান বন্দর চৌধূরীবাড়ী কলোনী এলাকার মৃত হাফেজ আবু সালে মিয়ার ছেলে ঢাকা অর্থঋৃন আদালতের ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল কালাম (৪৫) বন্দর খানবাড়ী এলাকার জামান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কালু (২৮) সোনাকান্দা এলাকার ইনা মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব (২৬) কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকার বাতেন মিয়ার ছেলে সাঈদ (৩০) ও বন্দর উপজেলাস্থ বালিয়াগাও এলাকার মৃত হাজী আলাউদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইয়াজুল হক (৪৮)। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স বন্দরে পৃথক দুইটি অভিযান চালিয়ে সেলিম ওরফে জাবেদ ও আবুল কালাম নামে দুই সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করে। এ ছাড়াও বন্দর থানার এসআই আরিফ পাঠান ও অপর এসআই রোকনুজ্জামান এবং এএসআই লাভলু বেপারী পৃথক অভিযান চালিয়ে আরো উল্লেখিত ৪ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।