নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশার বাড়িতে ও কার্যালয়ে অভিযানের নামে পুলিশি হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাত ৯টায় এই অভিযান পরিচালিত হয়।

এদিকে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিত্বে তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ধারা অব্যাহত রাখার জন্য ঢাকায় বিএনপির সমাবেশ ঘোষনা আসলেই ভোটচোর সরকারের পায়ের তলার মাটি সড়ে যায়। তখন ÿমতা হারানোর ভয়ে প্রশাসনকে ব্যবহার করে নির্বিচারে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযানের নামে হয়রানী ও গণগ্রেফতার করা হয়। কিন্তু তাদের সকল অপচেষ্টা বৃর্থা করে জিয়ার সৈনিকরা গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভাবে অংশ গ্রহন করে। আামরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের সৈনিক হয়ে দেশের মানুষের গণতন্ত্র উদ্ধার আন্দোলনে রাজপথে ছিলাম এবং থাকবো। আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে প্রশাসনের এই অভিযানের নামে গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সেই সাথে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশার বাড়িতে ও কার্যালয়ে বিনা কারনে হয়রানী মূলক অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সেই সাথে প্রশাসনকে আহবান করবো এই ভাবে বিনা কারণে একজন জনপ্রতিনিধির বাড়িতে ও কার্যালয়ে অভিযান করা কতটুকু যৌক্তিক। মনে রাখবেন আপনারা জনগণের সেবকের ভূমিকা থেকে বিচ্ছিন্ন হয়ে অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতার কাতারে দাড়াবেন না।