নারায়ণগঞ্জ বন্দরে কিস্তির টাকা পরিশোধ না করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া রুনা (৪০) নামে এক নারীর বিরুদ্ধে। তবে কিস্তির টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে নমিনি আব্দুল কাদির।
ঘটনায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে আব্দুল কাদির মিয়া বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত রুনা নাসিক ২২নং ওয়ার্ডের সামাদ মিয়ার মেয়ে। তিনি বন্দর ২২নং ওয়ার্ডের লেজার্স এলাকার আব্দুল কাদির মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল কাদির মিয়ার বাড়িতে দীর্ঘ ৮ বছর যাবৎ বাড়ি ভাড়া থেকে আসছে রুনা নামে এক নারী। সেই সুবাদে আমি নমিনি হয়ে ১ বছর পূর্বে মানবিক সাহায্য সংস্থা নামে এক এনজিও অফিস থেকে ১ লাখ টাকা কিস্তি নিয়ে দেই। আমি ও আমার পরিবারের সদস্যরা প্রবাসে চলে গেলে কাউকে না জানিয়ে কিস্তির টাকা পরিশোধ না করে বাড়ি থেকে পালিয়ে যায়। প্রবাস থেকে এসে আমরা অনেক খোজাঁখুজি করে যাচ্ছি কিন্তু কোন সন্ধান পাইনি। এরই মধ্যে কিস্তি অফিসের লোকজন আমার কাছে এসে টাকা চেয়ে যাচ্ছে। গত ১ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে আমার বাড়িতে এসে কিস্তির টাকার দাবি করে। কিন্তু আমি কিস্তির টাকা পরিশোধ করার মত সামর্থ্য নেই। যথা সময়ে টাকা পরিশোধ না করিতে পারলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে বলে জানান।