বন্দরে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান গোল্ড এ্যাওয়ার্ড ক্বিরাত প্রতিযোগিতায় ৫ম স্থান অর্জন করায় হাফেজ মোঃ মাহমুদুল হাসানকে সংবর্ধনা দিয়েছেন আল-মদিনা ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা।

শুক্রবার (২৬ মে) বিকেল ৪ টায় বন্দর উপজেলার তমোদরদী বালুচর এলাকায় আল-মদিনা ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।

নাসিম ওসমান গোল্ড অ্যাওয়ার্ড ক্বিরাত ৭০জন প্রতিযোগীদের মধ্যে ৫ম স্থান অর্জন করেছেন তিনি। এর আগে নারায়ণগঞ্জ জেলা ভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ ছাবির হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অত্র মাদ্রসার সভাপতি মফিজুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভ্যন্তরীণ নৌ-পরিবহনের পরিচালক ও অত্র মাদ্রাসার মুতাওয়াল্লী মোঃ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ লিটন ও মুহতামিম হাফেজ ক্বারী মোঃ ওসমান গণি।

এছাড়াও উপস্থিত ছিলেন, আল-মদিনা ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার সহ-সভাপতি জয়নাল আবেদীন, নুর হোসেন সরদার, মাদ্রাসার পিন্সিপাল হাফেজ ওসমাস গণি প্রমূখ।

পরে ৫ম ও তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মোঃ মাহমুদুল হাসান ও ছাবির হোসনকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানান অতিথিবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *