বন্দর উপজেলার ক্যাপ রোমান হত্যা মামলায় এজাহারনামীয় আসামি পারভেজকে ৬ সপ্তাহের জন্য জামিন দিয়েছে হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ।
সোমবার (২৯ মে) হইতে পরবর্তী ৬ সপ্তাহের জন্য তাদের এই আগাম জামিন দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শেখ মো.জাকির হোসেন ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হক এর বেঞ্চ।
এজাহারনামীয় আসামি পারভেজের জামিন মঞ্জুর করেন এবং ৬ (ছয়) সপ্তাহের জন্য আগাম জামিন প্রদান করেন।
উল্লেখ্য যে, গত (২৬ মে) উপজেলার ঘারমোড়া এলাকায় ক্যাপ রোমানকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের পিতা আবদুর রহিম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে আরও ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করে।
ওই মামলায় এজাহারনামীয় ১৩নং আসামি ছিলেন পারভেজ।