বন্দরে ১কেজি ২’শ গ্রাম গাঁজাসহ মহিলা মাদক সম্রাজ্ঞী লিজা বেগম (৩২) ও হাবিবুর রহমান হবি (৬৫) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর ইস্পাহানি বাজার থেকে মাদক বহনকালে এদের গ্রেফতার করা হয়।

ধৃত নারী মাদক ব্যবসায়ী লিজা বেগম একরামপুর ইস্পাহানি এলাকার রমজান মিয়ার স্ত্রী ও অপর মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হবি একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

জানাগেছে,গত রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নাসিক ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর ইস্পাহানি বাজার এলাকায় মাদক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রবিবার ২৬মার্চ সন্ধ্যায় ওই এলাকায় মাদক বহনকালে চিহিৃত নারী মাদক ব্যবসায়ী লিজা বেগম ও অপর মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হবিকে ১কেজি ২’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

ধৃত মাদক ব্যবসায়ীদেরকে সোমবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *