নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের চুলায় অগ্নিদগ্ধ হয়ে আস্বাভাবিক (মৃগী) রোগী শম্পা(২০) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ১৮ মে দুপুর আড়াইটার দিকে বন্দরের ২২নং ওয়ার্ডস্থ নুরবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

অগ্নিদগ্ধে নিহত ওই কিশোরী শম্পা আক্তার বন্দর নুরবাগ এলাকার মৃত মহসিন মিয়ার মেয়ে। সে মৃগী রোগী ছিল বলে স্থানীয়রা জানায়।

প্রতক্ষ্যদর্শী প্রতিবেশি হাসু বেগম জানান,বৃহস্পতিবার দুপুরে পানি তোলার জন্য নুরবাগ সড়কের পাশ দিয়া যাচ্ছিলাম। হটাৎ করে হাউমাউ শব্দ শুনে শম্পাদের বাড়ির গেইটে তাকিয়ে দেখি গ্যাসের চুলার আগুনের উপরে পড়ে চিৎকার করছে। তখন সাথে সাথে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে আগুনে পুড়া শম্পাকে উদ্ধার করি।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক শওকত আলী জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ৪ টার দিকে মা-বাবার অনুপস্থিতিতে নিহত কিশোরী রান্না ঘরে গিয়ে গ্যাসের চুলায় ভাত রান্না করতে যায়। এ সময় গ্যাসের চুলায় অগ্নিদগ্ধ হয় কিশোরী। পরে তাকে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে উদ্ধার করলেও শরীরের বেশিরভাগ অংশ পুরে যাওয়ায় কিশোরী মারা যায়।