বন্দরে চোর সন্দেহে ২ যুবক আটক
বন্দরে চোর সন্দেহে ২ যুবককে আটক করে ধামগড় ফাঁড়ি পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা। চোর সন্দেহে আটককৃত ২ যুবককে শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে সংশ্লিস্ট পুলিশ। আটককৃতরা হলো বন্দর থানার হরিপুর এলাকার আব্দুল বারেক মিয়ার ছেলে আবু সাঈদ প্রকাশ হাবু (২৮) ও একই এলাকার মনির হোসেন মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৯)। এর আগে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে বন্দর থানার হরিপুর এলাকা চোর সন্দেহে উল্লেখিত ২ যুবককে আটক করে পুলিশ। এলাকাবাসী তথ্য সূত্রে জানাগেছে, বন্দরে হরিপুর এলাকায় চোরের উপদ্রপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। অজ্ঞাত নামা চোরের দল কৌশলে সাধারন মানুষের বাড়ি ঘর প্রবেশ করে প্রতিনিয়ত চুরি করে নিয়ে যাচ্ছে টাকা পয়সাসহ মূর্যবান জিনিসপত্র। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে স্থানীয় এলাকাবাসী চোর সন্দেহে হরিপুর এলাকা থেকে আবু সাঈদ প্রকাশ ওরফে হাবু ও আব্দুল্লাহ নামে দু্ইজনকে আটক করে ধামগড় ফাঁড়ি পুলিশের নিকট সোর্পদ করে। পরে ধামগড় ফাঁড়ি এসআই হর বিলাস আটককৃতদের পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করে।