বন্দরে চোর সন্দেহে ২ যুবককে আটক করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গত শুক্রবার (৩১ মার্চ) রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত বাদল মিয়ার ছেলে জাহিদ হাসান (১৮) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে নূর হোসেন টুটুল (১৮)।

আটককৃতদের শনিবার (১ এপ্রিল) দুপুরে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী এএসআই সাইফ উদ্দিন জানান, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা ও চোর সন্দেহে উল্লেখিত ২ যুবককে আটক করা হয়। পরে তাদেরকে ১৫১ ধারায় অদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *