নারায়ণগঞ্জ বন্দরে ০১৭১৬৮৬৭৬৭১ নাম্বারের ইমো আইডি হ্যাক করে হ্যাকাররা উক্ত ইমো ব্যাবহারকারীর ইমো আইডির আত্মীয়-স্বজনসহ বন্ধুবান্ধবদের কাছে টাকা চেয়ে আসছে। খবর পেয়ে বন্দর থানাধীন ৩৬০ নং সোনাকান্দা সোনাবিবি রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে উল্লেখিত মোবাইল নাম্বার এর ইমো ব্যাবহারকারী জাহিদ হাসান (৪৬) রবিবার (২৩ জুলাই) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, রবিবার (২৩ জুলাই) দুপুর ১২ টায় অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে অভিযোগকারীর ইমো আইডি যার নম্বর- ০১৭১৬৮৬৭৬৭১ টি হ্যাক হয়ে যায়। হ্যাক করার পর থেকেই উক্ত অজ্ঞাত ব্যক্তি উক্ত ইমো আইডি এর মাধ্যমে অভিযোগকারীর নিকট আত্মীয়-স্বজন এবং তার বন্ধুবান্ধবদেরকে নানাসময়ে মেসেজ দিয়ে বিকাশ নম্বর- ০১৮৪৯৩৪৮৬১৪ এ টাকা পাঠাতে বলে। এর পর থেকেই জাহিদ হাসানের আত্মীয়-স্বজন এবং তার বন্ধুবান্ধবরা তাকে কল দিয়ে এই ব্যাপারে অবগত করে। জাহিদ দুপুর ২ টার সময় উক্ত হ্যাকারের মোবাইল নম্বর- ০১৮৪৯৩৪৮৬১৪ এ কল দিলে উক্ত অজ্ঞাত ব্যক্তি ফোন কেটে দেয়। তার জন্য জাহিদ তার আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব এর কাছে মানহানীর শিকার হচ্ছে। এমতাবস্থায় কোনো উপায় না পেয়ে বিষয়টি তার নিকট আত্মীয়-স্বজন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে থানায় আসিয়া অভিযোগ দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *