জুম্মার নামাজে রুকুতে থাকাবস্থায় মোঃ মজিবুর রহমান আল আমিন (২১)’কে পিছনে ধাক্কা মেরে ফেলে দেয় বখাটেরা, নামাজ শেষে বাড়িতে যাওয়ার পথে ওই বখাটেরা আল আমিনকে এলোপাথাড়ীভাবে পিটিয়ে গুরুতর নীলা ফুল জখম করে।
শুক্রবার ২১ জুলাই) জুম্মার নামাজে পৌনে ২টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ পুরানবন্দর চৌধুরী বাড়ি বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পরে স্থানীরা আহতকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। এ ঘটণায় একই এলাকার আহতের পিতা মোঃ সালাউদ্দিন পলাশ@পলু বাদী হয়ে একই এলাকার দিলা মিয়ার ছেলে মোঃ জিসান (২৪) ও মোঃ পলাশ (২৮) এর নাম উল্লেখ করে আরও ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বাদীর ছোট ছেলে মোঃ মজিবুর রহমান আল আমিন (২১), পুরান বন্দর চৌধুরীবাড়ী বাজারের জামে মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যায়। অতঃপর উপরোক্ত বিবাদীরা রুকুতে যাওয়া অবস্থায় বাদীর ছেলেকে পিছন থেকে পাছার মধ্যে ধাক্কা দিযে ফেলে দেয়। পরে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাড়ীতে চলিয়া যাওয়ার পথে আনুমানিক ০১.৪৫ ঘটিকার সময় বিবাদীরা বাদীর ছেলেকে পিছন থেকে ডাক দিলে বাদীর ছেলে চৌধুরীবাড়ী বাজারের পাশে বাদীর বাড়ির গলির মাথায় উক্ত স্থানে থামিয়া যায় তখন উক্ত ১নং বিবাদী জিসান দৌড়ে আসে বাদীর ছেলেকে এলোপাথারি মাতায় আঘাত করে। তখন বাদীর ছেলে মাটিতে পরে যায়। পরে ১-২ নং বিবাদী সহ আরোও অজ্ঞাতনামা ৪/৫ জন উপরোক্ত বিবাদীদের পরিবারের লোকেরা পরস্পর যোগসাজসে বাদীর ছেলেকে মাথায়, পিঠে এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারতে থাকে এবং মারধর করার সময় উপরোক্ত বিবাদীরা বাদীর ছেলেকে দেয়ালের সাথে আঘাত করলে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন উপস্থিত হলে বিবাদীরা বাদীর ছেলেকে হুমকি দিয়ে বলে যে, কয়েক বছর আগে তর বাবার মুরগির দোকানে আগুন লাগাইয়া জালাইয়া দিসি এবং তোর ভাইরে কয়েক বছর আগে মাইরা ফালাইছি এবং বিবাদীগন বলে যে ‘আমাদের কথা মানিয়া না নিলে তোরে ও মারিয়া ফেলামু এবং তোর ফেমেলির যে কোউরে আঘাত করিয়া জীবনের তরে শেষ করিয়া ফেলামু’। পরে বাদী উক্ত বিষয়ে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার ছেলেকে মাটিতে পরে আছে দেখতে পায়। অতঃপর বাদী স্থানীয়দের সহায়তায় তার ছেলেকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর অধীনে চিকিৎসা করায় এবং বর্তমানেও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অভিযোগ সূত্রে আরও জানাযায়, আসামীগণ পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকায় নানা রকম অপকর্ম করে থাকে, যেমন- মাদক বিক্রি, মোবাইল ছিনতাই, চুড়ি সহ নানা প্রকার আইন বিরোধী সন্ত্রাসী কার্যকলাপ সহ তাহাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, মামলা, যাহা থানা এবং কোর্টে চলমান রহিয়াছে। এমতাবস্থায় আর কোন উপায় না পেয়ে বিষয়টি বাদীর নিকট আত্মীয়স্বজনের সাথে আলাপ আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।
