নারায়ণগঞ্জ বন্দরে কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের অন্ধকারাচ্ছন্ন স্থানে ডাকাতি করা কালে দেশীয় অস্ত্র অস্ত্রসহ ডাকাত সর্দার রাজিমমিয়াসহ ৫ জন ডাকাত’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
সোববার (১৭ এপ্রিল) ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
র‍্যাব-১১ সূত্রে জানাগেছে, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ১৭ এপ্রিল ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশনের পূর্বপার্শের কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের অন্ধকারাচ্ছন্ন স্থানে ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ০৫ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার ১। মোঃ রাজিম মিয়া (৩০), পিতা- আঃ মোতালেব, সাং- গোয়ালদি মীর পাড়া, থানাঃ সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ পারভেজ খান (২২), পিতা- মনির হোসেন খান, সাং- বিশ্নপুরা, থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ ইউসুফ মিয়া (২২), পিতা- মোঃ নাসির উদ্দিন, সাং- কাজীপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ ৪। মোঃ আবির (২৬), পিতা- মোঃ মিজানুর রহমান, সাং- ফুলহর পশ্চিম পাড়া, মদনপুর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ রাশেদ আলম (২৬), পিতা-মোঃ শাহ আলম, সাং- ফুলহর পশ্চিম পাড়া, মদনপুর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০২টি চাপাতি, ০৬টি রামদা, ০১টি ছোরা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি মটর সাইকেল যার রেজিঃ নং- ঢাকা – মেট্রো – ল – ৩৮ – ৩৭৭২ উদ্ধার করা হয়।
সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার অপরাধী এবং সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা বর্তমানে ঢাকা টু কুমিল্লা মহাসড়কের পাশে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে ডাকাতি সংঘটিত করে। সাধারনত মহাসড়কের পাশে অন্ধকারাচ্ছন্ন জায়গায় নিরীহ লোকজন ও যানবাহনকে টার্গেট করে ডাকাতি করে থাকে। রাজিম গ্যাং তাদের সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অত্র এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। রাজিম গ্যাং-এর সর্দার রাজিমসহ ৫ জন ডাকাতকে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত ডাকাতদের গ্রেফতারের পর এলাকার জনগনের মধ্যে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পরে। এছাড়াও জানা যায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *