পবিত্র মাহে রমজান উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যের পথে সংগ্রাম পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ এপ্রিল বাদ মাগরীব নবীগঞ্জ বাজার জনতা ব্যাংক সংলগ্ন টি-হোসেন রোডে সত্যের পথে সংগ্রামের কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এসময় প্রধান অতিথি বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, সত্যের সংগ্রামের পথের সাংবাদিকদের আয়োজনে সুন্দর পরিসরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হল। সাংবাদিকরা সমাজের আয়না, দর্পণ। তাদের আয়নার মতো স্বচ্ছ থাকা প্রয়োজন। এ পেশাকে কলঙ্কমুক্ত করতে হলে সাংবাদিকদের মান উন্নত করতে হবে। বর্তমানে সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি অসত্য লেখনির মাধ্যমে নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে করে মহান এ পেশার মর্যাদা নষ্ট হচ্ছে। তিনি কতিপয় অপসাংবাদিকদের বিষয়ে প্রকৃত সাংবাদিকদের সজাগ থাকার তাগিদ দেন।

সত্যের সংগ্রামের পথে নির্বাহী সম্পাদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সত্যের পথে সংগ্রাম পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু সুফিয়ান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্নাবের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আমির হোসেন সাগর, একরামপুর বড় জামে মসজিদের সভাপতি নুরুল ইসলাম টেলু, খায়রুল আলম সুজন, মোঃ সবুজ, কামাল বাদশা প্রমূখ।