বন্দরে নিখোঁজের ১ দিন পর শীতলক্ষা নদী থেকে ২ শিশুর মৃতদেহ উদ্ধার
বন্দরে নিখোঁজের ১ দিন পর শীতলক্ষা নদী থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ। নিহত শিশুরা হলো, শরিয়তপুর জেলার সখীপুর থানার নরসিংপুর এলাকার বাবুল কাজী মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৮) বর্তমানে বন্দর খানবাড়ি এলাকার বিল্পব মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও অপর নিহত শিশু মোহাম্মদ ইসমাইল (৮) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দাঁড়িবন এলাকার মোহাম্মদ আলাউদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে বন্দর উইলসনরোড এলাকার আশরাফ কাজী ভাড়াটিয়া বলে জানা গেছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ৮টায় বন্দর থানার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন খন্দকার ডকইয়ার্ডের পাশে শীতলক্ষা নদী থেকে উল্লেখিত দুই শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়। এর আগে গত রোববার (২৭ আগস্ট) সকাল ৯টায় তারা নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বিল্লাল ও ইসমাইল নামে দুই শিশু গত রোববার সকাল ৯টায় তাদের ভাড়াটিয়া বাড়ি সামনে থেকে খেলার ছলে বের হয়ে নিখোঁজ হয়। পরে বাড়ি লোকজন নিখোঁজ শিশুদের খোঁজাখুজি করে তাদের কোন সন্ধান পায়নি। সোমবার সকাল ৮টায় স্থানীয়রা শীতলক্ষা নদীতে দুই শিশুর লাশ দেখতে পেয়ে সদর নৌ থানা পুলিশকে সংবাদ জানায়। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ দুইটি উদ্ধার করে। এলাকাবাসীর মাধ্যমে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিখোঁজ দুই শিশু বিল্লাল হোসেন ও মোহাম্মদ ইসমাইলের মৃতদেহ সনাক্ত করে। এ ব্যাপারে সংশ্লিস্ট থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শীতলক্ষা নদীতে ডুবে ২ শিশু নিহতের ঘটনায় উল্লেখিত এলাকায় শোকের মাতম বইছে।