রাজুক নকশা বহিভূত ভবন নিমার্নের অপরাধে বন্দরে ২টি নিমার্নাধীন ভবনে উচ্ছেদ অভিযান চালিয়ে রাজুক এর ভ্রাম্যমান আদালত । রোববার (২৩ জুলাই) দুপুর বন্দর উপজেলার মদনপুর ইস্টাউন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রাজুক ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া নেতৃত্বে উচ্ছেদ অভিযানে ওই সময় উপস্থিত ছিলেন রাজুক এর অথোরাইজড অফিসার এফ. আর আশিকুর রহমান, ইন্সপেক্টর মনিরুজ্জামান ও রকিব উদ্দিনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। রাজুক ম্যাজিস্রেট মোঃ ইয়াহিয়া জানান, ইস্টাউন এলাকার বহুতল ভবনের মালিক হাবিবুর রহমান ও তাজুল ইসলামকে রাজুক নকশা বহিভূত ভবন নিমার্নের অপরাধে উল্লেখিত ২টি ভবনের নিচতলা উচ্ছেদ করা হয়। দুপুর ১টায় উচ্ছেদ অভিযান শুরু হয় চলে বিকেল ৪টা পর্যন্ত।