নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে সোহান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের কিশোর গ্যাংএর সদস্যরা। আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী বাগান এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

নিহত সোহান বন্দরের রূপালী বাগান এলাকার হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার পুত্র। নিহত সোহান বন্দরে যানজট নিরসন কর্মী হিসেবে কাজ করতো বলে দাবি পরিবারের।
স্থানীয়রা জানান, ‍রূপালী এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শাহেনশাহের অনুগামী পিংকী গ্রুপের সঙ্গে কাজল গ্রুপের আধিপত্য নিয়ে পূর্ববিরোধ চলছিল। এর আগে হামজুর ছেলের সঙ্গে সোহানের ঝগড়া হয়। রোববার রাতে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে কাজল গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা সোহানকে চাকু দিয়ে বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের পিতা সালাম মোল্লা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার ছেলেকে হত্যা করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, খুনীদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।

সাবেক কাউন্সিলর শাহীন মিয়ার দোকানের ( মুছকান কনফেশনারী) সামনে দিয়ে সন্ত্রাসী বাহিনীরা একাধিকবার মহড়া দিয়েছে। শাহীন মিয়ার দোকানের সিসি ফুটেজ চেক করলে মূল হোতারা বের হয়ে আসবে বলে এলাকাবাসী জানায়।
সন্ত্রাসীদের হাতে নিহত সোহান ছালেনগর এলাকার সালাম মোল্লার ছেলে ও একই এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত মেরাজের খালাতো ভাই বলে জানা গেছে।