নারায়ণগঞ্জ বন্দরে মদনগঞ্জ ফাঁড়ী ও থানা পুলিশ পৃথক অভিযানে আধা কেজি গাঁজা এবং ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৫ মে) রাত ১১ টায় মাহমুদনগর কয়লাঘাট এলাকার বাপ্পির চা দোকানের সামনে হতে গাঁজসহ ৩ জন এবং রাত সোয়া ১১ টায় বন্দর কবরস্থান গেইটের সামনে হতে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক উদ্ধার ঘটনায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ীর এ এস আই মোঃ লাবু মিয়া বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে এবং থানার এস আই মোঃ শওকত আলী বাদী হয়ে ১ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে। যার নং- ১২(৫)২৩ ও ১৪(৫)২৩ ইং।
মামলা সূত্রে জানাগেছে, গত শুক্রবার রাত ১১ টায় গোপন সংবাদে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ীর এ এস আই মোঃ লাবু মিয়াসহ সঙ্গীয়ফোর্স মাহমুদনগর কয়লাঘাট এলাকার বাপ্পির চা দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এসময় মাহমুদনগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আমির হামজা (৩৫), একই এলাকার মৃত ফকির চাঁন এর ছেলে মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন (৩৫) ও মৃত ইসরাফিল এর ছেলে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী হক (৪২)’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি কেরে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
একই রাত সাড়ে ১১ টায় থানার এস আই মোঃ শওকত আলীসহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদে বন্দর চিতাশাল এলাকার কবরস্থানের গেইট এর সামনে অভিযান পরিচালনা করে। এসময় শাহী মসজিদ এলাকার মৃত আঃ রহমান এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সাগর হোসেন (২৭)’কে গ্রেফতার করে। তার দেহ তল্লাশি কেরে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। #