বন্দরে ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেফতার
আপডেটঃ এপ্রিল ১২, ২০২৩ | ৫:১৩
131 ভিউ
নারায়ণগঞ্জের বন্দর থেকে ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেররিজম।
বুধবার (১২ এপ্রিল) সকাল সাতটার দিকে জেলার বন্দর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে কাউন্টার টেররিজম।
গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার একরামপুরের সিএসডির তারা মিয়া (৩২) ও শাকিল আহম্মেদ (৩৪)।
কাউন্টার টেররিজমের উপ-পরিদর্শক সুকান্ত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাতটার দিকে প্রথমে তারা মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তারা মিয়ার স্বীকারোক্তি মতে বন্দর থানার একরামপুর সিএসডির জহির আলীর ছেলে শাকিলকে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।