বন্দরে শফিকুল ইসলাম (৩০) নামে এক বাস চালককে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার রাতে মদনপুরের চাঁনপুর খান বাড়ির সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে
এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে পুলিশ। নিহত শফিকুল শফিকুল মদনপুর ইউপির ২নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন বাস চালক।
নিহতের পরিবার জানান, বুধবার সকালে শফিকুল বাড়ি থেকে বের হয়। বৃহস্পতিবার ভোরে তার লাশ উদ্ধার করে পুলিশ। কে বা কাহারা শফিকুল হত্যা করে আমরা জানি না। শফিকুল হত্যাকারিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ধামগড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনর্চাজ এসআই তৌহিদদুজ্জামান জানান, এশিয়ান হাইওয়ে সড়কের পাশে উপজেলার মদনপুর ইউপির চাঁনপুর খান বাড়ির সামনে শফিকুলের মরদেহ পড়েছিল। এ খবর পেয়ে ভোর ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানাযাবে কি ভাবে হত্যা করা হয়েছে। তবে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রাতে নিহত শফিকুলের সঙ্গে থাকা আবু রায়হান (২২)কে জিজ্ঞাসাদের জন্য আটক করা হয়েছে। আবু রায়হান মদনপুর আন্দির পাড় এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।