নারায়ণগঞ্জ  বন্দরে ডাকাতির প্রস্তুতি কালে একটি বিদেশী পিস্তলসহ ডাকাত শরাফত আলী স্বপন(৪৫)’কে গ্রেফতারের ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা রুজু করেছে র‍্যাব-১১। গত বুধবার (৩ মে) র‍্যাব-১১ আদমজীনগর এর উপ-পরিদর্শক মোঃ ইয়াছিন আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত ডাকাত স্বপনের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি আইনে পৃথক ২টি মামলা রুজু করেন তিনি। যার মামলা নং- ৬(৫)২৩ ও ৭(৫)২৩। গ্রেপ্তারকৃত ডাকাত শরাফত আলী স্বপন বন্দর উপজেলার চাঁনপুর দক্ষিনপাড়া এলাকার আলী ভান্ডারী মিয়ার ছেলে। এর আগে গত বুধবার ( ৩ মে) রাত পৌনে ৪টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের তালতলাস্থ পায়েল রোলিং মিলের দক্ষিন পাশ্বের পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তলসহ ওই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রোকন গ্রেফতারকৃত ডাকাত শরাফত আলী স্বপনকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।
মামলার সূত্রে জানা গেছে, র‍্যাব-১১ আদমজীনগর এর এসআই মোঃ ইয়াছিন আলীসহ সঙ্গীয় ফোর্স টহল সিসিনং-২০৮/২০২৩ মূলে গত বুধবার (৩ মে) টহল ডিউটি করাকালে রাত পৌনে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল দুস্কৃতিকারী ডাকাত করার উদ্দেশ্যে বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের তালতলাস্থ পায়েল রোলিং মিলের দক্ষিন পাশের্ব পাকা রাস্তার উপর অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ডিউটিরত এসআই ইয়াছিন আলী বিষয়টি তাৎক্ষনিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। ওই সময় ডাকাত দল র‍্যাব-১১ উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় শরাফত আলী স্বপন নামে এক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই সময় তার দেহ তল্লাশী করে জিন্স প্যান্টের ডান পকেট হইতে ইউএসএ’র তৈরি একটি বিদেশী পিস্তল যার দৈর্ঘ ৭.৭৫ ইঞ্চি ৩ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়াও পরিতক্ত অবস্থায় একটি লোহার পাইপ, ১টি বাটযুক্ত স্টিলের ছোরা উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত ডাকাত স্বপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব এর কাছে স্বিকার করে ডাকাতি করার উদ্দেশ্যে বন্দর থানার সোনাচড়া এলাকার চিহিৃত আবুল ডাকাতের ছেলে সুমন একই এলাকার শামছুল হকের ছেলে নূরে আলম ভাল্লুক, মনু ডাকাতের ছেলে কালু ও একই এলাকার অপর ডাকাত খোকন মাষ্টার তালতলা এলাকায় অবস্থান করছিল। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রোকন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত ডাকাত স্বপনকে ৫দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতে রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *