নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ ডাকাত শরাফাত আলী স্বপনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১।
বুধবার (৩ মে) রাত ৩টা ২০ মিনিটে বন্দরের তালতলা সাকিনস্থ মদনপুর টু বন্দরগামী হাইওয়ে রোড সংলগ্ন পায়েল রোলিং মিলের দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ২টি লোহার পাইপ, ১টি ছোরা, ১টি মোবাইল ও ১টি সীম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত স্বপন বন্দরের চাঁনপুর দক্ষিণপাড়া এলাকার আলী ভান্ডারীর ছেলে।
বুধবার (৩ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দার, সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচলরত ব্যাটারিচালিত অটোরিকশা ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *