বন্দরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ১১ জনের মধ্যে ৩ জনকে পৃথক ওয়ারেন্টে ও অপর আটককৃত ৮ যুবককে সোমবার (২৮ জুলাই) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার ছালেহনগর এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাহিদ (২৩), একই থানার হরিপুর এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মনির ওরফে ডিস মনির (৪০), সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মৃত লুৎফর মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাজিব (৩৮)।
সন্দেহজনক ভাবে আটককৃতরা হলো, বন্দর রাজবাড়ী এলাকার নবীর হোসেন মিয়ার ছেলে নাজমুল (১৯), বন্দর ছালেহনগর এলাকার লাভলু শেখের ছেলে সিয়াম (২০), একই এলাকার মোহন মিয়ার ছেলে শাহজাহান (২৮), একই এলাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে সাফি (২০), বন্দর আমিন আবাসিক এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির আলি (২১), বন্দর রাজবাড়ী এলাকার ইউসুফ আলী মিয়ার ছেলে নিরব হোসেন (২১) ও সোনাকান্দা এলাকার পলাশ মিয়ার ছেলে সিয়াম (২১)।
এর আগে গত রোববার (২৭ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বন্দর ফাঁড়ি পুলিশ বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর ও ছিনতাইকারি সন্দেহে ৮ যুবককে আটক করে।
এ ছাড়াও বন্দর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *