বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার (১৩ আগস্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল রোড এলাকার ইসমাঈল মিয়ার ছেলে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (৪০) দেউলী চৌরাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শেখ সাদী (৫০) দড়ি-সোনাকান্দা এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রোমান (৩২) হরিপুর এলাকার হাকিম আলী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মালেক (২৮) একই এলাকার সিরাজ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আমিনুল (৩৫) ফরাজিকান্দা এলাকার মৃত সিরাজুল ইসলাম মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হান্ডেড মামুন (৪৫) ও সোনাকান্দা নামাপাড়া এলাকার মৃত মতিউর রহমান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজিব (২৮)। এর আগে গত শনিবার (১২ আগষ্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেতে সক্ষম হয় পুলিশ। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটোয়ারী ও একই থানার এসআই আব্দুল বারেক হাওলাদার, এসআই মফিজুল ইসলাম এবং এএসআই রিপনসহ সঙ্গীয় ফোর্স গত শনিবার রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *