বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান মা ও মেয়েসহ ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার (২৬ আগস্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার সামছুল হক মিয়ার স্ত্রী বন্দর থানার দায়েরকৃত ১৫(১)২৩ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শ্যামলী বেগম (৪৫) ও তার ২ মেয়ে সালমা বেগম (২৮) ও নাহিদা আক্তার (২২) একই থানার দড়ি-সোনাকান্দা এলাকার নেছারুল ইসলামের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জালাল (২২) ও বন্দর ইউনিয়নের বিবিজোড়াস্থ মিনারবাড়ি এলাকার মৃত করিম চেয়ারম্যানের ছেলে আলী আকবর (৪৮)। এর আগে গত শুক্রবার (২৫ আগস্ট) রাতে বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া, দড়ি-সোনাকান্দা ও বিবিজোড়া এলাকায় পৃথক ওয়ারেন্ট চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। থানা সূত্রে জানাগেছে, বন্দর ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম, বন্দর থানার এসআই শওকত আলী ও এসআই রোকনসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত স্থানে পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।