বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মহিলাসহ ৪ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার মদনগঞ্জ এলাকার মৃত নূরউদ্দিন মিয়ার মেয়ে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সালেহা বেগম (৪৫) বালিয়াগাও এলাকার নজরুল ইসলাম মিয়ার ছেলে কাউছার (২৮) বন্দর শাহীমসজিদ এলাকার মৃত মালেক মিয়ার ছেলে লিটন (৪৫) নবীগঞ্জ একরামপুর এলাকার হেদায়েতুল্লাহ মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহেল (৪৮)। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই শওকত আলী ও মদনগঞ্জ ফাঁড়ি এসআই মহসিন ও বন্দর থানার এএসআই জাহাঙ্গীর ও এএসআই নজরুলসহ সঙ্গীয় র্ফোস উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মহিলাসহ ৪ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।