বন্দরে বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়ার পৈত্রিক সম্পত্তী দখল নিতে মরিয়া হয়ে উঠার অভিযোগ পাওয়া গেছে ভূমিদৎসু ফালান মিয়া, পীর মোহাম্মদ ও গোলজার গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়া বাদী হয়ে বুধবার (২৯ মার্চ) দুপুরে বন্দর থানায় উল্লেখিত ভূমিদৎসুদের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত নূর মোহাম্মদ সরদারের ছেলে বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়ার সাথে তার পৈত্রিক সম্পত্তী নিয়ে গত ২ বছর ধরে একই এলাকার মৃত আকবর মিয়ার ছেলে ফালান মিয়া একই এলাকার মৃত কটুম মিয়ার ছেলে পীর মোহাম্মদ ও মজির আলী মিয়ার ছেলে গোলজার গং এর সাথে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে গত ২৫ মার্চ সকাল ১০টায় উল্লেখিত ভূমিদৎসুরা বেআইনী জনতাবদ্ধে একত্রিত হয়ে বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়ার পৈত্রিক সম্পত্তী জোর পূর্ব ভাবে দখল করার চেষ্টা চালায়। ওই সময় বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম মিয়া বাধা দিলে উল্লেখিত ভূমিদৎসুরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে প্রান নামের হুমকি দেয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, বীরমুক্তিযোদ্ধার পৈত্রিক সম্পত্তী দখলের চেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *