বন্দরে বাড়ি ভাড়া চাওয়ার অপরাধে ভাড়াটিয়া দম্পত্তী কর্তৃক বাড়িওয়ালাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত বাড়িওয়ালা আরাফাত মিয়া বাদী হয়ে সোমবার (২৮ আগস্ট) দুপুরে ভাড়াটিয়া সন্ত্রাসী মেহেদী ও তার স্ত্রী মিতুকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন
। আহত বাড়িওয়ালা আরাফাত বন্দর থানার নবীগঞ্জস্থ লতিফ হাজীমোড় এলাকার মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বন্দর থানার নবীগঞ্জ লতিফ হাজীমোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত বাড়িওয়ালা গনমাধ্যমকে জানিয়েছে, গত শনিবার সকালে আমার ভাড়াটিয়া মেহেদী ও তার স্ত্রী মিতু বেগমের নিকট বকেয়া বাড়ি ভাড়া চাই।
এ ঘটনায় উল্লেখিত ভাড়াটিয়াগন ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে এক পর্যায়ে ভাড়াটিয়া দম্পত্তী ক্ষিপ্ত হয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ব্যার্থ চেষ্টা চালায়। ভাড়াটিয়া দম্পত্তী খারাপ প্রকৃতি লোক।
যে কোন সময়ে তারা আমাকে বড় রকমের ক্ষতিসাধন করতে পারে বলে আশংকা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *