বন্দর থানার অদূরে নাসিক ২০ নং ওয়ার্ডের পশ্চিম হাজিপুর এলাকায় রোহানা ভ্যারাইটিজ স্টোর নামে একটি মুদির দোকানে মাত্র ১৩ মিনিটের মধ্যে তালা ভেঙে ফিল্মি কায়দায় অজ্ঞাত ডাকাত দলের সদস্যরা আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল লুট করে ট্রাকে উঠিয়ে নিয়ে যায়। এ বিষয়ে মুদি দোকানের মালিক মো: শাহ-আলম বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় দশ বছর যাবত বন্দর ২০ নং ওয়ার্ডের পশ্চিম হাজিপুর স্কুল মাঠ সংলগ্ন এলাকায় শাহ আলম মিয়া মুদির দোকানদারি করে আসছে। গত ০৯/৮/২৩ ইং তারিখে ভোর প্রায় ৩.৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা একটি পিকআপ ভ্যান ট্রাক থেকে অজ্ঞাতনামা সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে মুদির দোকানের ৬ টি তালা ভেঙে ২৫ বস্তা চাল,৫০ কেজির ৫ বস্তা মসুর ডাল,৫ লিটারের ৪৩ গ্যালেন সয়াবিন তেল, প্রায় ১ লক্ষ টাকার সিগারেট, ২ বস্তা চিনি,৫০ কেজির ১০ বস্তা আটা সহ দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় ৩৫০০০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে বন্দর থানা পুলিশের একটি দল পরিদর্শনে যান, এই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুস সামাদকে এই অভিযোগের বিষয়টি ডাকাতি নাকি চুরি এই সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি প্রতিবেদককে মুঠোফোনে জানান, এটি চুরির ঘটনা বলে ধারণা করছি এবং বিষয়টি খতিয়ে দেখছি।