বন্দরে অটো গ্যারেজের সামনে মাদক সবনে বাধা দেওয়ার জের ধরে অটো গ্যারেজ মালিকের ছেলে শামীম (২৬)কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অটো গ্যারেজ মালিক মনির হোসেন সোমবার (২৪ জুলাই) বাদী হয়ে মাদক সেবী রোমান ও মোবারকসহ অজ্ঞাত নামা ৮/১০ জনের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২(৭) ২৩, তাং- ২৪-৭-২৩। এর আগে গত শনিবার (২২ জুলাই) রাত ৮টায় বন্দর উপজেলার আন্দিরপাড়স্থ বাদী অটো গ্যারেজের সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
ঘটনার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মদনপুরস্থ আন্দিরপাড় এলাকার মৃত হাতেম আলী মিয়ার ছেলে মনির হোসেন একজন গ্যারেজ ব্যবসায়ী। এ সুবাধে মনির হোসেন ও তার ছেলে শামীম দুইজনেই গ্যারেজটি পরিচালনা করে আসছে। বন্দর উপজেলার মদনপুর আন্দিরপাড় এলাকার সালাম মিয়ার ছেলে রোমান ও একই এলাকার মোবারকসহ অজ্ঞাত নামা ৮/১০ জন প্রতিদিনেই অটো গ্যারেজের আশে পাশে এসে মাদক বিক্রি ও সেবন করে থাকে। এর ধারাবাহিকতায় গত শনিবার (২২ জুলাই) রাত ৮টায় উল্লেখিত দুই মাদক ব্যবসায়ী উল্লেখিত গ্যারেজের পাশে মাদক বিক্রি ও সেখাএনই মাদক সেবন করতে বাধা নিষেধ করিলে ওই সময় উল্লেখিত ২ মাদক সেবীসহ অজ্ঞাত নামা ৮/১০ আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় হামলাকারি মাদক সেবীরা মনির মিয়ার গ্যারেজ থেকে নগদ দেড় লাখ টাকা ছিনেয়ে নেয়। স্থানীয় এলাকাবাসী জখম অবস্থায় শামীমকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ হামলাকারি ২ মাদক সেবীকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি।