নারায়ণগঞ্জ বন্দরে মাদক ব্যবসায়ী মোঃ জসিম @ জসু (৫০)’কে ২৭০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) রাত ১০ টার পূর্বে কলাগাছিয়ার ঘারমোড়া চেয়ারম্যান গলির সামনে হতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটণায় উদ্ধার অভিযানে নেতৃত্ব দানকারী অফিসার বাদী হয়ে গ্রেফতারকৃতর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ২০(৫)২৩, তাং- ১৬/০৬/২৩ ইং।
মামলা সূত্রে জানাগেছে, বন্দর থানার এস আই মোহাম্মদ ফয়েজ হোসেন সঙ্গীয়ফোর্সসহ থানার জিডি নং-৭০২, তারিখ ১৫/০৬/২০২৩ ইং মূলে থানা এলাকায় বিশেষ অভিযান, মানকদ্রব্য উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটি করাকালীন মদনগঞ্জ এলাকায় অবস্থানকালে ইং ১৫/০৬/২০২৩ তারিখ রাত অনুমান ০৮.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বন্দর থানাধীন ঘারমোড়া চেয়ারম্যান গলির সামনের পাকা রাস্তার উপর মাদকদ্রব্য (গাঁজা) ক্রয় বিক্রয় চলছে। বিষয়টি অফিসার ইনচার্জকে অবগত করে ঘটনার সত্যতা নিরুপনের লক্ষ্যে দ্রুত ঘারমোড়া চেয়ারম্যান গলির সামনের পাকা রাস্তার নিকট পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন লোক তাহার হাতে থাকা পলিথিনের ব্যাগসহ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত জসু কলাগাছিয়া ইউনিয়ন এর ঘারমোড়া এলাকার মৃত মোবারকের ছেলে। গ্রেফতারকৃতর ডান হাতে থাকা সাদা পলিথিনের ব্যগ তল্লাশী করে ১৬ পুড়িয়া গাঁজা (ওজন ২৭০ গ্রাম) উদ্ধার করে।
মামলা সূত্রে আরও জানাযায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সাক্ষীদের সম্মুখে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং দীর্ঘদিন যাবৎ গাঁজা ক্রয় বিক্রয়া করে আসিতেছে বলে জানায়। উল্লেখ্য, ধৃত আসামী মোঃ জসিম @ জসু এর পিসি/পিআর যাচাইকালে দেখা যায়, তিনি বন্দর থানার এফআইআর নং- ০৫, তারিখ-০৫/০৩/২০২৩ খ্রিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারা ৩৬ (১) সারণির ১৯(ক) এর চার্জশীটভূক্ত আসামী।
গ্রেফতারকৃতকে গতকাল দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *