বন্দরে মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে এ আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের পর পর ৩ বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির দাতা সদস্য আলহাজ্ব মাকসুদ হোসেন।
এ সময় মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনজুর হোসেনের পিতা সদ্য প্রয়াত গিয়াস উদ্দিন সাহেবের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।
অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. সাদেক আলীর সভাপতিত্বে ও অত্র স্কুলের প্রধান শিক্ষক মনির হোসেন খাঁনের সার্বিক তত্বাবধানে স্কুলের শিক্ষক সোহাগ মোল্লার সঞ্চালনায় ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য রিয়াজুল হক রিয়াজ, অভিভাবক সদস্য মনজুর হোসেন, নাসির উদ্দিন, মো. শাহীন মিয়া, মো. শরীফ হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নীলা আক্তার, মুছাপুর ইউপি’র ২নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন, সাবেক মেম্বার আব্দুল কাদির, মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার মাষ্টার, সমাজ সেবক ডা: রেজাউল করিম, নুরুল হক মেম্বার, আজিজুল হক মাতবর, আব্দুল বাতেন ডিলার, মাসুদ খন্দকার, জাহাঙ্গীর মাষ্টার, বিল্লাল হোসেন জনি, গাজী লিটন, বিশিষ্ট ব্যাবসায়ী মোশারফ হোসেন নাদিম, সৌদি প্রবাসী রুবেল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা, অভিভাবকবৃন্দ, সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অত্র স্কুলের ৭৩ জন পরীক্ষার্থী এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিবে বলে জানা গেছে।