বন্দর বিশেষ অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ মঙ্গল (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে চিহিৃত আরো ২ মাদক কারবারি। গ্রেপ্তারকৃত গাঁজা ব্যবসায়ী মঙ্গল বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর কুড়াল বাড়ি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। পলাতক মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামী সবুজ (৩২) একই ওয়ার্ডের মাহমুদনগর দক্ষিন কলাবাগ এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে ও অপর পলাতক আসামী মাদক সম্রাট শহীদ ওরফে লেংড়া শহীদ (৫৫) একই এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর কবরস্থান ভিতর থেকে ওই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটুয়ারী বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা ১৫(৭)২৩। থানার তথ্য সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মঙ্গলসহ পলাতক মাদক ব্যবসায়ী সবুজ ও লেংড়া শহীদ র্দীঘদিন ধরে মাহমুদনগর, মদনগঞ্জ বাসস্ট্যান্ড বেঁধেপট্রিসহ বিভিন্ন এলাকায় অবাধে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। গত বুধবার বিকেলে থানার এসআই সাইফুল আলম পাটুয়ারীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদনগর কবরস্থানে ভিতরে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ মঙ্গল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সবুজ ও লেংড়া শহীদ কৌশলে পালিয়ে গিয়ে রক্ষা পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *