নারায়ণগঞ্জ বন্দরে যৌতুকের টাকা না পেয়ে স্বামী-শ্বশুুর দেবরগং পিটিয়ে আহত করেছে ৩ সন্তানের জননী মোসাঃ জিয়াসমিন আক্তার (৩৫) ও তার ১৬ বছেরর ছেলে মোঃ সিয়াম (১৬)’কে।

ঘটনাটি শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ৮ টায় বন্দর থানাধীন রেল লাইন টিনের মসজিদ এলাকায় ঘটেছে। আহত মা-ছেলে হাসাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ মোসাঃ জিয়াসমিন আক্তার।

অভিযোগে স্বমী মোঃ সুমন মিয়া (৪০), দেবর রিপন মিয়া (৩০) ও শ্বশুর সানু মেম্বার এবং বাড়ীওয়ালার মেয়ে হ্যাপী (৩৫) এবং শাশুড়ী নুরজাহান বেগম (৫৮)’কে বিবাদী করা হয়।

অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পশ্চিম ঘনপাড়া এলাকার মোঃ আনছার আলী শেখ এর মেয়ে মোসাঃ জিয়াসমিন আক্তার (৩৫) এর সাথে দীর্ঘ ১৭ বছর পূর্বে বন্দর রেল লাইন টিনের মসজিদ, উত্তর কলাবাগ (হ্যাপিদের বাড়ির ভাড়াটিয়া) মোঃ সুমন মিয়া (৪০), পিতা- সানু মেম্বার এর সাথে ইসলামিক শরিয়তমতে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ৩ টি সন্তান রয়েছে।

বিবাহের কিছু দিন পর থেকেই অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে ১নং বিবাদী স্বামী বিভিন্ন সময় বাদীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। ছোট খাটো পারিবারিক বিষয় নিয়া বিবাদীরা বাদীর সাথে ঝগড়া শুরু করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করে এবং প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে।

বিবাদীরা বাদীর নিকট যৌতুক হিসেবে টাকা দাবী করে, টাকা দিতে না পারলে বাদীকে মারধর করে নীলাফুলা জখম করে। এছাড়া বাদীর স্বামী ১নং বিবাদী অন্য মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত থাকে এবং বাদীকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিবাহ করবে বলে হুমকি প্রদান করে। বাদী ১নং বিবাদীকে তার এরূপ আচরণ পরিহার করতে বললে বাদীর স্বামী সহ সকল বিবাদীরা বাদীকে মারধর করে।

ইং ০৫/০৫/২০২৩ তারিখ সকাল অনুমান ৮.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন রেল লাইন টিনের মসজিদ সাকিনস্থ বিবাদীদের ভাড়াটিয়া বাসায় বাদীকে ডেকে নিয়ে ১নং বিবাদী তাহার নামে জমি লিখে দিতে বলে। বাদী ১নং বিবাদীর নামে জমি লিখে দিতে রাজি না থাকায় সকল বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বাদীকে এলোপাথারিভাবে কিলঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। বাদীকে হত্যার উদ্দেশ্যে ৩ নং বিবাদীর হুকুমে ২নং বিবাদী বাদীর গলায় চেপে ধরে এবং ৪নং বিবাদী হ্যাপী চুলের মুঠিতে ধরিয়া মারধর করিয়া নীলাফুলা জখম করে।

বাদীকে রক্ষা করিতে ছেলে মোঃ সিয়াম (১৬) এগিয়ে আসলে ৫নং বিবাদী সহ সকল বিবাদীরা আমার ছেলেকে মারধর করে নীলাফুলা জখম করে এবং বাদীর ছেলের সাথে থাকা নগদ ৫০০০/- (পাঁচ হাজার) টাকা নিয়ে যায়।

এছাড়া সকল বিবাদীরা বাদীর ছেলের ব্যবহৃত এন্ড্রয়েট মোবাইল ভাংচুর করে আনুমানিক ২০,০০০/- (বিশ হাজার) টাকার ক্ষতিসাধন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *