নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মো. রাকিব (৩৯) নামের এক হুসিয়ারী শ্রমিক ১৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন।
গত ২৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বন্দর থানার হাজীপুর এলাকা হইতে নিখোঁজ হন।
রাকিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন’র ২০ নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুর এলাকার মো. ইয়ানুর সরদারের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, ২ সন্তানের জনক মো. রাকিব তিনি পূর্ব হাজিপুরের একটি হুসিয়ারীতে কর্মরত ছিলেন।
গত ২৩ মার্চ সন্ধ্যায় পশ্চিম হাজীপুরের নিজ বাড়ি হতে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হলে নিরুদ্দেশ হয়ে যায়৷ তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে পারিবারিক ভাবে তার সঙ্গে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ৬ এপ্রিল বৃহস্পতিবার বন্দর থানায় একটি সাধারণ ডায়রী(জিডি) করেছেন নিখোঁজের মা সাফিয়া খাতুন। যাহার জিডি নং- ২৬৮।