নারায়ণগঞ্জ বন্দরে রাজীব (২৮) হত্যা ঘটনায় মোঃ কানু মিয়া (৫৩), মোঃ শিমুল (৩১) ও সৌরভ (১৯)’কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রফতারকৃত কানু মিয়া বন্দর থানাধীন কদমতলী এলাকার মৃত চান মিয়ার ছেলে, ধৃত শিমুল নবীগঞ্জ রুপনগর এলাকার মোস্তফা কামালের ছেলে ও ধৃত সৌরভ নবীগঞ্জ রেল লাইন এলাকার বেলাল হোসেনের ছেলে।
এর আগে ধৃত কানু মিয়ার একটি ইজি বাইক গত ৪ জুলাই রাতে চুরি হয়। উক্ত চুরির ঘটনাকে কেন্দ্র করে বুধবার ৬ জুলাই বিকেল ৪ টায় বন্দর থানাধীন নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে অবস্থিত নবাঙ্কুর সমাজ কল্যাণ ক্লাবে বিচার সালিশি বসে। উক্ত বিচার সালিশে বন্দর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এহসান উদ্দিন আহমেদ এর ভাই মিনহাজ উদ্দিন, এলাকার বিচারক রোমানসহ সালিশিগণ একই থানাধীন কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে রাজীব (২৮)’কে দোষী সাব্যস্ত করে। রাজীব ও তার আত্মীয়-স্বজন রাজীবকে নির্দোষ দাবি করে উক্ত বিচার সালিশ না মেনে চলে যায়। উক্ত বিচার সালিশকে কেন্দ্র করে রাজীব এর সাথে নবীগঞ্জ এলাকার রাতুল, আল-আমিন, রাহুল, রানা ও বিপ্লবগংদের সাথে বিবাদ সৃষ্টি হয়। উক্ত বিচার সালিশ শেষে রাজীব নবীগঞ্জ চৌরাস্তা হতে নবীগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় সন্ধ্যা পৌনে ৭ টায় নবীগঞ্জ কামাল উদ্দিন এর মোড়স্থ ওয়ালটন শো-রুমের সামনে পৌছলে রাতুল ও তার সহযোীরা রাজীবকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। রাজীব গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে নিহতের স্বজনরাসহ এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভীড় জমায়। বন্দর থানার ওসির নির্দেশে থানার এস আই আঃ আহাদ মৃত রাজীবের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণা করেন। এবং রাতেই অভিযোগ পেয়ে পুলিশ ইজিবাইকের মালিক কানু মিয়া, তার মেয়ে জামাই শিমুল ও সৌরভকে গ্রেফতার করে।
এ ঘণায় নিহত রাজীব এর স্ত্রী মোসাঃ ফাতেমা বেগম বাদী হয়ে ধৃত ৩ জন সহ রাতুল (৩২),রাহুল (২০), সনেট (৩২), রানা (৩৯), হাসান @ পাকিস্তানী হাসান (৩২), শুভ (২৬), সাব্বির (২০) ও আল-আমিন @ রঙ্গিলা (২১)’র নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং- ৭(৭)২৩, তাং – ০৭/০৭/২৩ ইং, ধারা – ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
এ ঘটণায় বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, হত্যা ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণা করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এজাহার নামীয় ৩ জনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *