নারায়ণগঞ্জ বন্দরে এক অভিযানে ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাজু (২৬), ইব্রাহীম (২৫), দিদার (২৩) ও জিসান (১৯)দেরকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
শনিবার (১৯ আগস্ট) ভোর রাত সাড়ে ৩ টায় বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দানকারী র‍্যাব-১১, সিপিএসসি আদমজীনগরের এস আই (নিঃ) মোঃ শাখাওয়াত হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৩২(৮)২৩, তাং- ২০/০৮/২৩ ইং।
মামলা সূত্রে জানাগেছে, র‍্যাব-১১, আদমজীনগর নারায়ণগঞ্জ’র এস আই (নিঃ) মোঃ শাখাওয়াত হোসেন সঙ্গীয়ফোর্সসহ টহল সিসি নং- ৪৫৫/২০২৩, তারিখ-১৮/০৮/২০২৩ ইং মূলে সঙ্গীয়ফোর্সসহ বন্দর থানাধীন মদনপুর বাজার এলাকায় টহল ডিউটি করাকালীন ১৯ আগস্ট মধ্যরাতে গোপন সংবাদে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যাবসায়ী মাদক (গাঁজা)’র চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্য কভার্ডভ্যানযোগে কুমিল্লা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়াছে। উক্ত সংবাদ উর্ধতন কর্তৃপক্ষে জানিয়ে দ্রুত রাফি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন কভার্ডভ্যান চেক করতে থাকে। এসময় আগত একটি কভার্ডভ্যান দেখা মাত্র থামানোর সংকেত দিলে কভার্ডভ্যান থেকে নেমে ৪ জন ব্যাক্তি বস্তা ও ব্যাগ নিয়ে কৌশলে পালানোর চেষ্টা কালে তাদেরকে আটক করতে সক্ষম হয়। এবং তাদের সাথে থাকা বস্তা ও ব্যাগ তল্লাশী করে ২৬ কেজি গাঁজা (মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা) উদ্ধার করে র‍্যাব। এসময় কৌশলে কভার্ডভ্যানটি পালিয়ে যায়। গ্রেফতার মোঃ সাজু চট্টগ্রাম জেলার আকবর শাহ থানাধীন সিটি গেইট বিশ্ব বাজার কলোনী কাচাবাজার এলাকার কবির সওদাগরের বাড়ির ভাড়াটিয়া মোঃ রফিকের ছেলে, ধৃত মোঃ ইব্রাহীম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি নতুন মহল্লার পেয়ারা ম্যাডামের বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ আলীর ছেলে, ধৃত মোঃ দিদার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন চর লেংটা উরির চর এলাকার আঃ জব্বার মিয়ার বাড়ির ভাড়াটিয়া ফারুকের ছেলে, গ্রেফতার মোঃ জিসান একই জেলার (নতুন থানা চর জব্বার), সুবর্ণচর উপজেলার চর জব্বরস্থ বজলু মেম্বারের বাড়ির পাশের জামাল মাঝির ছেলে।
গ্রেফতারকৃতদের রবিবার (২০ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।