নারায়ণগঞ্জ বন্দরে ৭ হাজার ৬ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি ট্রাক এবং নগদ ৭ হাজার টাকাসহ রুপগঞ্জের কাশেম (৩৬), চট্টগ্রামের শাহাদত (৪০) ও মোঃ মনির (২২)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর।
রবিবার (৭ মে) বিকেল সাড়ে ৩টায় মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। মাদক উদ্ধার অভিযানে নেতৃত্ব দানকারী র‍্যাব-১১, সিপিএসসি আদমজীনগর এর এস আই (নিঃ) মোঃ শাখাওয়াত হোসেন বাদী বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১৯(৫)২৩ ইং, তাং-০৮/০৫/২৩ ইং, ধারা- ২০১৮:সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণীর ১০(গ)/৩৮।
মামলা সূত্রে জানাগেছে, র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর নারায়ণগঞ্জের টহল সিসি নং- ১৫৪/২০২৩ ইং, তারিখ-০৭/০৫/২৩ ইং মূলে এস আই (নিঃ) মোঃ শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় টহল ডিউটি করাকালীন দুপুরে গোপন সংবাদে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ট্রাকযোগে ঢাকা হতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়াছে। তাৎক্ষণিক বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত বন্দর থানাধীন মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের বিপরিত পার্শ্বে মেসার্স জননী কালার ওয়াল্ড এন্ড হার্ডওয়্যার দোকানের সামনে ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে রাস্তার উপর পৌছে চেকপোষ্ট স্থাপন করে চট্টগ্রামগামী বিভিন্ন ট্রাক তল্লাশী করতে থাকে। একপর্যায়ে চট্টগ্রামগামী একটি নীল হলুদ রংয়ের ট্রাক যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট- ২২-৬৭৬২ দেখা মাত্র থামানোর সংকেত দিলে ট্রাকটি থামায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত ট্রাকে তল্লাশীকালে উল্লেখিত ৩ জন ট্রাক থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র ৬ নং ওয়ার্ডস্থ দিলু মিয়ার বাড়ির পার্শ্বের মৃত নাদের বক্স এর ছেলে মাদক ব্যবসায়ী কাশেম (৩৬), চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন মালিয়াবাদ চৌধুরী পাড়াস্থ নুর মোহাম্মদ ড্রাইভার এর বাড়ির পার্শ্বের মৃত আঃ মাবুদ এর ছেলে মাদক ব্যবসায়ী শাহাদত আলী@সোনা মিয়া@শাকির বাপ (৪০) ও একই জেলার চন্দনাইশ থানাধীন দেওয়ানহাট এলাকার শহর মল্লিকের বাড়ির পার্শ্বের মৃত খাজের আহম্মেদ এর ছেলে বর্তমানে সাতকানিয়া থানাধীন বিনইচও মোড় ওয়াপদা অফিসের পার্শ্বে হাফেজ চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী মোঃ মনির (২২)’কে আটক করে। আটককৃতদের দেহ তল্লাশি কেরে ৭৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা উদ্ধার করে। উপস্থিত র‍্যাব সদস্য ও সাক্ষীদের সম্মুখে আসামীদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদে আরও জানায় যে, উক্ত ট্রাকটি মাদকদ্রব্য ইয়াবা পরিবহনের কাজে ব্যবহার এবং জব্দকৃত টাকা মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের টাকা।
গ্রেফতারকৃতদের সোমবার ৮ মে দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *