নারায়ণগঞ্জ বন্দরে সাড়ে ৩২ কেজি গাঁজা ১টি কাভার্ড ভ্যানসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
রবিবার (১৪ মে) দুপুরে বন্দর থানাধীন কেওঢালা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
একই দিন বিকেল সাড়ে ৫ টায় র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার এ কে এম মনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‍্যাব-১১, সিপিসি-১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক ১৪ মে ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কেওঢালা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ৩২.৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার কাতিহাট বালিয়াস্থ ৬ নং কাশিপুুর এলাকার মোঃ আবেদ আলীর ছেলে বর্তমানে গাজীপুর জেলার বাসন থানাধীন টেকনপাড়ার এমারত হোসেনের বাড়ীর ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী মোঃ আকতার হোসেন (৩২), একই জেলার একই থানাধীন পশ্চিম লক্ষীপুরা এলাকার মোঃ গোলাম আজমের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আবু সাইদ (হীরা) (৩২), দ্বয়কে গ্রেফতার করে।
র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *