বন্দরে শিক্ষার্থীদের অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টার ঘটনায় জিডি
বন্দরে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ও অনলাইন ব্যাংক একাউন্ট নম্বর পরিবর্তন করে বিকাশ, রকেট, নগদ, উপায় ও শিওরক্যাশ অনলাইন ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহার করে কয়েকজন শিক্ষার্থী উপবৃত্তি অর্থ আত্মসাতের অপচেষ্টার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদরুল আলম বাদী হয়ে অপচেষ্টাকারিদের বিরুদ্ধে বন্দর থানায় এ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৯৫৭ তাং- ২০-৭-২৩।
জিডি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত কর্মসূচির মাধ্যমে উপবৃত্তির সুবিধাভূক্ত নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর উপবৃত্তি প্রাপ্ত ২২০ জন শিক্ষার্থী এইচএসপি-এমআইএস এ এন্ট্রিকৃত মোবাইল ও অনলাইন ব্যাংক একাউন্ট নম্বর পরিবর্তন করে বিকাশ/ রকেট/ নগদ/ উপায়/ শিওরক্যাশ অনলাইন ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহার করে কয়েকজন শিক্ষার্থী উপবৃত্তি অর্থ ০১৬-০৮৬৮৬০৮০ ও ১০৮-৮২৬৮৭২৩২ একাউন্ট নাম্বারে আত্মসাতের অপচেষ্টা চালিয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্দেশনায় অপচেষ্টাকারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উল্লেখিত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সংশ্লিস্ট থানায় এ সাধারন ডায়রী এন্ট্রি করেন।