বন্দরে পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধা শ্বাশুড়ী নেহারা বেগম (৭০) জখমের মামলায় পাষান্ড পুত্রবধূ আইরিন আক্তার (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলার মুছাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ওই দিন তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বন্দর উপজেলার মুছাপুরস্থ বাদী বসত বাড়িতে এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত আইরিন আক্তার উল্লেখিত এলাকার গোলজার হোসেন মিয়ার মেয়ে। এ ব্যাপারে আহতের বড় ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ছোট ভাইয়ের স্ত্রীসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫(৯)২৩। মামলার তথ্য জানা গেছে, মুছাপুর এলাকার মামলার বাদী ছোট ভাই হাবিবুর রহমান হল্যান্ড প্রবাসী। বাদীর ছোট ভাই হাবিবুর রহমানের বিয়ের পর থেকে তার স্ত্রী আইরিন আক্তার পরিবারের সকলের সাথে অকারনে খারাপ আচরন করে আসছে। এমনকি ছোট ছেলে পুত্রবধূ আইরিন বাদী মায়ের সাথে খারাপ আচরনসহ প্রতিনিয়ত নানা ভাবে ঝগড়া বিবেদ করে তার মাকে মারধর করে নির্যাতন করে আসছে। বাদীর মাকে ১নং বিবাদী অত্যাচার করার কারনে বাদী ভাই বাসায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করে। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় ১নং বিবাদী পাষান্ড পুত্রবধূ আইরিন বাসায় স্থাপনকৃত সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। এ ঘটনায় বাদীর মা নেহারা বেগম পুত্রবধূ আইরিনের নিকট সিসি ক্যামেরা বন্ধ থাকার কারন জানতে চাইলে ওই সময় ২নং বিবাদী নাসিমা বেমগম ও তার স্বামী গোলজার হোসেনের হুকুমে হল্যান্ড প্রবাসী পাষান্ড স্ত্রী আইরিন ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে বাদী মায়ের মাথায় জখম করে। ওই সময় ৪নং বিবাদী নিশাদ বাদী মায়ের গলায় থাকা ১ ভড়ি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *